পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি:---- পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে জামালপুর বকশীগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগরীর পূবাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূবাইলের মিরের বাজার চৌরাস্তা এলাকায় গাজীপুর ও পূবাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশ করবে, ঘটনার মূল রহস্য উদঘাটন করবে এটাই স্বাভাবিক এজন্য কাউকে ভয় পাবে এটা সাংবাদিকতা নয়। ইতিপূর্বে সংগঠিত জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতিবাজ চেয়ারম্যান বাবু ও তার দোসরা ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নির্মমভাবে হত্যা করেছে আমরা সাংবাদিকরা তার তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তি দাবী জানাই। পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, আমাদের হাতে যতদিন সত্যের কলম থাকবে ততদিন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখে যাব, পাশাপাশি গোলাম রাব্বানী নাদিম হত্যাসহ সকল সাংবাদিকদের মিথ্যা হামলা মামলা ও হয়রানির তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন অত্র পুবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সোনালী খবর এর আল আমিন সরকার, এশিয়ান টিভির টিটন কুমার ঘোষ, আনন্দ টিভির শাকিল আহমেদ, দৈনিক সন্ধ্যাবাণীর শাহিন সরকার, দৈনিক আজকের বসুন্ধরার এইচএম নুরুল হক বাবু, কালের ছবির আবু সাঈদ চৌধুরী, মাতৃ জগতের রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার হাফিজুল ইসলাম, সাপ্তাহিক এশিয়া বার্তার ইসরাইল মিয়া। আনন্দ টেলিভিশন ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের রাজন ইসলাম রাজু প্রমুখ।